বর্তমানে সময়ে মোবাইল সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া রিপোর্টিং সবচেয়ে বেশি এগিয়ে। সেটা যদি হয় পেশাদারিত্ব বজায় রেখে, তাহলে আপনিই হতে পারবেন একজন দক্ষ মাল্টিমিডিয়া রিপোর্টার বা মোবাইল জার্নালিস্ট।
তাহলে আর দেরি কেন? সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে রাখুন এগিয়ে।
কেন মোবাইল জার্নালিজম ও মাল্টিমিডিয়া রিপোর্টিং শিখবেন?
বর্তমানে সময়ে মোবাইল সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া রিপোর্টিং সবচেয়ে বেশি এগিয়ে। সেটা যদি হয় পেশাদারিত্ব বজায় রেখে, তাহলে আপনিই হতে পারবেন একজন দক্ষ মাল্টিমিডিয়া রিপোর্টার বা মোবাইল জার্নালিস্ট।
তাহলে আর দেরি কেন? সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে রাখুন এগিয়ে।
যা যা শেখানে হবে:
মোবাইল ডিভাইস ব্যবহার করে স্বাধীন, দ্রুত ও উৎকৃষ্ট মানের সাংবাদিকতা তৈরি করা।
সঠিক রিপোর্টিং, কাঠামো, টেকনিক্যাল দক্ষতা (ক্যামেরা+অডিও+এডিটিং), ভিজ্যুয়াল ন্যারেটিভ ও ডিজিটাল ডিস্ট্রিবিউশন শেখানো।
ক্লাসের শেখার বিষয়গুলো:
-------------------
মডিউল-1: পরিচিতি ও মোবাইল জার্নালিজমের ধারণা,MOJO কী, কেন গুরুত্বপূর্ণ, কাজের ধরণ ও নিয়ত (ethos)।মোবাইল-FIRST স্টোরিটেলিং, নিউজ-ভ্যালু, সাংবাদিকতার আদর্শ।
মডিউল-2:স্টোরিফাইন্ডিং ও রিসার্চ,স্টোরি-ওয়ার্থি আইডিয়া কীভাবে খুঁজবেন?
মডিউল-3:মোবাইল ক্যামেরা কনফিগারেশন ও ভিডিও শুটিং বেসিকস
ফোন ক্যামেরার ম্যানুয়াল কন্ট্রোল (exposure, focus lock, frame rate, white balance)।
শট টাইপ (wide, medium, close up, cutaway, POV), বিড-রোল শুটিং।স্ট্যাবিলিটি: ট্রাইপড, গিম্বল, হ্যান্ডহেল্ড টেকনিক।প্র্যাকটিক্যাল: ১৫ মিনিটে পাঁচটি ভিন্ন শট সেট বানানো।
মডিউল 4 — অডিও ফান্ডামেন্টালস
মাইক্রোফোন টাইপ: ল্যাভালিয়ার, শটগান, USB এবং ফোনের বিল্ট-ইন সমস্যা।সাউন্ড চেক, ওয়াইন্ড-রেডাকশন, রেকর্ডিং লেভেল, পল/রুম ট্রীটমেন্ট।অ্যাসাইনমেন্ট: ২-মিনিট সাক্ষাৎকার + ক্লিন অডিও প্রোফাইল জমা।
মডিউল 5 — লাইটিং ও কম্পোজিশন (ফটো/ভিডিও)নেচারাল লাইট ব্যবহার, ৩-পয়েন্ট লাইটিং (সামান্য DIY), রিফ্লেকটর ব্যবহার।ফ্রেমিং, রুল অফ থার্ডস, লাইনস ও গভীরতা।প্র্যাকটিস: ইনডোর ইন্টারভিউ লাইট সেটআপ (ফোন দিয়ে)।
মডিউল 6 — ইন্টারভিউ টেকনিক ও উপস্থাপনা
প্রশ্ন কাঠামো (open vs closed), follow-ups, non-verbal cues।অন-ক্যামেরা উপস্থাপনা, ভয়েস ও বডি-ল্যাঙ্গুয়েজ ট্রেনিং।রিমোট ইন্টারভিউ (Zoom/Google Meet) এবং রেকর্ডিং কৌশল।
মডিউল 7 — মোবাইল/ডেস্কটপ এডিটিং ও পোস্ট-প্রোডাকশন
মোবাইল এডিটিং অ্যাপ workflow (timeline, trims, J/L-cuts), ভয়েসওভার, টাইটেল, গ্রাফিক্স, কালার কারেকশন, অডিও মিক্সিং।অ্যাপ উদাহরণ: KineMaster, LumaFusion, CapCut, Adobe Premiere Rush (আপনি নিজে কনফার্ম করুন)।এক্সপোর্ট সেটিংস (platform-wise): vertical (9:16), horizontal (16:9), square (1:1) — এবং সাধারণly H.264 MP4 রপ্তানি।হোমওয়ার্ক: 2-3 মিনিটের রিপোর্ট (raw থেকে final), + social cut (30–60 সেকেন্ড)।
মডিউল 8 — সাবটাইটলিং, ট্রান্সক্রিপশন ও এক্সেসিবিলিটিSRT তৈরি, অটোমেটেড সাবটাইটেল ঠিক করা, ট্রান্সক্রিপ্ট জমা।আল্ট-টেক্সট, কালার কনট্রাস্ট ও অডিও-বর্ণনা
মডিউল 9 — ভেরিফিকেশন ও ডিজিটাল OSINT (বেসিক)সোশাল মিডিয়া পোস্ট, ছবি ও ভিডীয়োর উৎস যাচাই — রিভার্স ইমেজ, মেটাডেটা, টাইমস্ট্যাম্প কনফার্ম করা কীভাবে।ডেকে/ফেক নিউজ চিহ্নিতকরণ প্র্যাকটিস। (স্কিল: দ্রুত যাচাই)
মডিউল 10 — ডাটা-জার্নালিজম বেসিকস, ডেটা খোঁজা, সিম্পল ক্লিনিং (Excel / Google Sheets), চার্ট বানানো (Datawrapper/Flourish)।রিপোর্টে ডেটা ভিজ্যুয়ালাইজেশন সম্পৃক্ত করা।
মডিউল 11 — লাইভ রিপোর্টিং ও স্ট্রিমিং,ফোন থেকে লাইভ স্ট্রিমিং (স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ব্যান্ডউইথ, ব্যাকআপ কানেকশন)।লাইভ চ্যাট মডারেশন, টেকনিক্যাল চেকলিস্ট।
মডিউল 12 — সোশ্যাল প্ল্যাটফর্ম স্ট্রাটেজি ও ডিসট্রিবিউশন,কনটেন্ট রেপারপোজিং (long → short, vertical clips)।থাম্বনেইল, হেডলাইন, হুকস, SEO/বেস্ট-টাইম টু পোষ্ট, এনালিটিক্স বেসিক্স।কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি।
মডিউল 13 — এথিক্স, লিগ্যাল ও নিরাপত্তা,রিপোর্টার সুরক্ষা (ফিল্ড), ডিজিটাল সিকিউরিটি বেসিক (passwords, 2FA), সোর্স-প্রটেকশন, কপিরাইট, ডিফামেশন-বেসিক।কনসেন্ট ফর্ম, রিলিজ ফর্ম, শিশু/ভালনেস কেসে বিশেষ বিধি। (লোকাল আইন অনুযায়ী কাস্টমাইজ করতে বলুন)
মডিউল 14 — প্রোডাকশন ও অ্যাসেট ম্যানেজমেন্ট, ফাইল-নেম কনভেনশন, ব্যাকআপ রুটিন (3-2-1: 3 কপি, 2 ধরনের মিডিয়া, 1 অফ-সাইট), মেটাডেটা ট্যাগিং। আর্কাইভিং ও রাইটস ম্যানেজমেন্ট।
মডিউল 15 — ক্যারিয়ার, মনিটাইজেশন ও পোর্টফোলিও,ফ্রিল্যান্সিং, রিপোর্টিং লাইন-ফাইন্ডিং। পোর্টফোলিও তৈরির কৌশল: শর্টকেস স্টোরিজ + বেস্ট কাটস।
মডিউল 16 — ক্যাপস্টোন প্রোজেক্ট,3–5 মিনিটের সম্পূর্ণ মাল্টিমিডিয়া রিপোর্ট (প্রি-প্রোডাকশন ডক, শুটিং লিস্ট, রাফ ফুটেজ, এডিটেড ফাইনাল ও সোশাল-কাট)।প্রেজেন্টেশন + পিয়ার রিভিউ।
প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট উদাহরণ (প্রতিটি মডিউলে):
---------------------------------------
As the Super Admin of our platform, I bring over a decade of experience in managing and leading digital transformation initiatives. My journey began in the tech industry as a developer, and I have since evolved into a strategic leader with a focus on innovation and operational excellence. I am passionate about leveraging technology to solve complex problems and drive organizational growth. Outside of work, I enjoy mentoring aspiring tech professionals and staying updated with the latest industry trends.
No Review found